প্রদত্ত সেবা সমূহের তালিকাঃ-
কেন্দ্রে Autism বিষয়ক কার্যক্রম
Autistic শিশুদের জন্যে কেন্দ্রে একটি সুসজ্জিত ‘Autism Corner’ স্থাপন করা হয়েছে। Autism বিষয়ে ট্রেনিংপ্রাপ্ত, দক্ষ লোকবল দ্বারা Autistic শিশুদের বিভিন্ন Sensory Toys এর সাহায্যে এবং Behavioral থেরাপির সাহায্যে সেবা প্রদান করা হচ্ছে। Autism বিষয়ক সেবার পাশাপাশি বর্তমানে এনডিডি (নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার) এর শিশুদেরও সেবা প্রদান করা হচ্ছে। বর্তমানে কর্ণারটি অটিজম ও এনডিডি কর্ণার নামে পরিচিত হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS