Wellcome to National Portal
Main Comtent Skiped

Services list

প্রদত্ত সেবা সমূহের তালিকাঃ-

  1. প্রতিবন্ধিতার ধরণ নির্ণয়
  2. অটিজম বিষয়ক সেবা
  3. ফিজিওথেরাপি
  4. অকুপেশনাল থেরাপি
  5. স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
  6. হিয়ারিং টেস্ট
  7. ভিশন টেস্ট
  8. কাউন্সেলিং
  9. সহায়ক উপকরণ বিতরণ এবং ভ্রাম্যমাণ থেরাপি ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সেবাগ্রহীতাদের সেবা প্রদান।

কেন্দ্রে Autism বিষয়ক কার্যক্রম

Autistic শিশুদের জন্যে কেন্দ্রে একটি সুসজ্জিত ‘Autism Corner’ স্থাপন করা হয়েছে। Autism বিষয়ে ট্রেনিংপ্রাপ্ত, দক্ষ লোকবল দ্বারা Autistic শিশুদের বিভিন্ন Sensory Toys এর সাহায্যে এবং Behavioral থেরাপির সাহায্যে ‍সেবা প্রদান করা হচ্ছে। Autism বিষয়ক সেবার পাশাপাশি বর্তমানে এনডিডি (নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার) এর শিশুদেরও সেবা প্রদান করা হচ্ছে। বর্তমানে কর্ণারটি অটিজম ও এনডিডি কর্ণার নামে পরিচিত হচ্ছে।

  • অটিস্টিক শিশুদের চিহ্নিত করা।
  • অটিস্টিক ও এনডিডি (নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার) শিশুদের সমস্যা সমাধানে প্রশিক্ষন দেয়া ও Counseling করা।